এবারের বসন্ত উৎসবে ‘বসন্তের সেরা মুখ’এর খেতাব জিতলেন বেহালা কলেজের পদার্থবিদ্যা বিভাগের ছাত্রী সুরঞ্জনা মিত্র। অনুষ্ঠানটি আয়োজিত হয় গত ১২ই মার্চ। বিভিন্ন কলেজ থেকে আগ্রহী প্রতিযোগীদের নিয়ে এই অনুষ্ঠানটির পরিকল্পনা করে ‘উজ্জয়িনী’ সংগঠন, যাদের মূল উদ্দেশ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা।
জানা যায়, ‘উজ্জয়িনী’ সংগঠন প্রায় তিন বছর ধরে অর্থনৈতিক ভাবে দুর্বল, নারী এবং শিশুদের বিকাশের জন্য কাজ করে চলেছে। বিগত কয়েকটি বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটি অর্থ সংগ্রহ করে এবং তার দ্বারা নারী এবং শিশুদের আর্থিকভাবে সহায়তা করে। ‘বসন্তের সেরা মুখ’ তেমনি একটি উদ্যোগ। যেখানে বিভিন্ন কলেজ থেকে আগ্রহী প্রতিযোগীরা সামান্য কিছু প্রবেশমূল্য দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এবং এই সংগৃহীত অর্থ দ্বারাই পরবর্তীকালে নারী ও শিশুদের আর্থিক সাহায্য করা হবে, বলে জানান উজ্জয়িনী সংগঠনের সম্পাদক অহনা ব্যানার্জী।
এসবের পাশাপাশি এদিনের অনুষ্ঠানের মাধ্যমে উজ্জয়িনী সংগঠন একজন বিশেষ ব্যক্তিত্বের খোঁজ চেয়েছিল। এদিনের প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর ‘বসন্তের সেরা মুখ’ সুরঞ্জনা মিত্র যতটা উচ্ছাস প্রকাশ করেছেন, ঠিক ততটাই উৎসাহিত বেহালা কলেজের পরিবার।