এবার নিলামে উঠলো ডাইনোসর। এই বিরল ঘটনাটি ঘটলো ইউরোপে, যদিও ইউরোপে এরকম ঘটনা প্রথম ঘটেছে। সুইৎজারল্যান্ডে নিলাম হবে ৬ কোটি ৭০ লক্ষ বছর পুরনো টিরানোসরাস-রেক্স বা টি-রেক্সের কঙ্কাল। জুরিকে নিলামের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে ১৮ই এপ্রিল। নিলাম হওয়া টি রেক্স কঙ্কালটির নাম দেয়া হয়েছে ট্রিনিটি। নিলাম সংস্থার অনুমান অনুযায়ী ওই টি রেক্স এর উচ্চতায় ১২.৮ ফুট, এবং ট্রিনিটির দাম উঠবে প্রায় ৬৫ লক্ষ থেকে ৮৭ লক্ষ ডলার। সংস্থার কর্তা ক্রিশ্চিয়ান লিঙ্ক যদিও জানিয়েছেন যে এই ট্রিনিটি এর দাম তারা কম করেই ধরে রেখেছেন, এ টির দাম আরো বেশি উঠতে পারে। তবে নিলাম সংস্থাদের মতে, বর্তমানে যে আর কতগুলি এরকম টি রেক্স অস্তিত্ব আছে তা বলা খুব কঠিন অবশ্যই তার মধ্যে ট্রিনিটি খুবই জনপ্রিয়।
একটা গোটা টি রেক্স নিলামে ওঠা ইউরোপে প্রথম হলেও তা বিশ্বের দিক দিয়ে তৃতীয়বার। অবশ্য ২০২১ সালের নেচার পত্রিকায় কোলার জানিয়েছেন, পৃথিবীতে যে সমস্ত প্রাণী রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় খাদক প্রাণী হল টি-রেক্স। এখনো পর্যন্ত গোটা বিশ্বে মাত্র 32 টি-রেক্স এর কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশ্য ট্রিনিটি শুধুমাত্র একটি টি-রেক্সের কঙ্কাল নয়। তিনটি কঙ্কালের অংশ থেকে একে তৈরি করা হয়েছে। ২০০৮ সাল থেকে ২০১৩ সালের মধ্যে আমেরিকার মন্টানা ও উইমিংয়ের হেল ক্রিক ও ল্যান্স ক্রিকের মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল এই কঙ্কালগুলিকে।
গত বছর ক্রিস্ট্রি হংকংয়ে একটি টি-রেক্সের কঙ্কাল নিলামে তুলেছিল। কিন্তু এই কঙ্কালের বিভিন্ন অংশ নিয়ে বিতর্কে সৃষ্টি হয়েছিল। আর ঠিক এই জন্যই কোলারের কর্তা লিঙ্ক জানিয়েছেন দিয়েছেন যে ট্রিনিটিকে নিয়ে তাঁরা পরিষ্কার থাকতে চান। কোনও বিতর্ক তাঁরা চান না। ট্রিনিটির বিষয়ে তাই সমস্ত তথ্য আগেভাগেই প্রকাশ করা হয়েছে। যেমন, তিনটি টি-রেক্স কঙ্কাল থেকে একে তৈরি করা হয়েছে। মাথার খুলির অংশটি প্রায় অক্ষত রয়েছে। কিন্তু এটি গোটাটাই একটি টি-রেক্সের। এত বড় মাপের টি-রেক্সের সুইজারল্যান্ডে নিয়ে আসা ছিল প্রায় অসম্ভব। তাই কঙ্কালটিকে ভাগ করে তার বিভিন্ন অংশ ৯টি বিশালাকার বাক্সে পুরে জ়ুরিখে আনা হয়েছে। তার পর সেগুলিকে ফের জোড়া লাগানো হয়েছে।