নতুন করে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ভয়ানক ঘূর্ণিঝডের পূর্বাভাস দিল হাওয়া অফিস, যা নিয়ে চিন্তিত বঙ্গবাসী। আগামী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতার বিভিন্ন জায়গায়। তবে আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তিমাত্রায় কম হবে না।
বাংলাদেশ, মায়ানমার, ভারত, পাকিস্তান, মলদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, সৌদি আরব ও ইয়েমেন, এই ১৩ টি দেশের আবহাওয়া সংস্থার সম্মিলিত প্রস্তাব অনুযায়ী ধারাবাহিকভাবে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ সিত্রাং’। প্রসঙ্গত এই ঝড়টির মূল কারণ টানা খরা ও অনাবৃষ্টি, যার জেরে এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।
আমেরিকার আবহাওয়া দপ্তর, ‘গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৮-২৫ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে যে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এর মধ্যে থেকেই একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, এমনই আশঙ্কা করা হচ্ছে।