বাংলার প্রেক্ষাগৃহ আইনক্স থেকে বিতাড়িত হলো বাংলা ছবি ‘আবার বছর কুড়ি পরে’ , এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক সৌম্য সরকার। ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী বাংলার জনপ্রিয় প্রেক্ষাগৃহ আইনক্স এবং সিনেপলিস ইত্যাদি জায়গায় বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করা হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে। কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে ভালো প্রদর্শনের পরেও আইনক্সে প্রদর্শিত হচ্ছেনা চলচ্চিত্রটি বলেই জানান ছবির পরিচালক।
সম্প্রতি একটি সাক্ষৎকারে পরিচালক সৌম্য সরকার এই বিস্ফোরক মন্তব্য গুলি করেন। তিনি জানান, মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বিশেষ ভালো ফল করতে পারেনি, এবং সেই খামতি টি কেই বারবার তুলে ধরছেন আইনক্স কর্তৃপক্ষ। দ্বিতীয় সপ্তাহ থেকেই যে ছবিটি বাণিজ্যিক ভাবে ভালো ফল করেছে সেই বিষয়ে একেবারেই বিরূপ তারা। অনেক চেষ্টার পরেও পরিচালক তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নি, ফলত একাধিক আলোচনার পরেও ছবিটি প্রদর্শনে ব্যর্থ হন তিনি। এরপরেই এই অনৈতিক ব্যবহারের বিরূদ্ধে সরব হন তিনি।
জানা যাচ্ছে, আইনক্সের এমন স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পরিচালক টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হন। এরপরই তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে চিঠি পাঠানো হয় আইনক্সের কর্তৃপক্ষের কাছে। তাদের বক্তব্য বাংলার প্রেক্ষাগৃহ গুলি যদি বাংলা ছবিকে প্রচার না করে তাহলে বাংলা ছবির ভবিষ্যত কি হবে! দফতর থেকে জানানো হয়, যদি আইনক্স এই স্বেচ্ছাচারিতা বন্ধ না করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।