ফের বেফাঁস মন্তব্যের জের, আবারও খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহেই ঋষি সুনককে ঘিরে করা এক ভুল মন্তব্যের জেরে বিতর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট এবার সেই আঁচ কাটতে না কাটতে ফের ভুল মন্তব্যের জেরে হাসির খোরাক জো বাইডেন। সোস্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
সম্প্রতি, আমেরিকার হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয় বাইডেনকে। ভিডিওয় দেখা যাচ্ছে, তিনি ৩০ মিনিটের ভাষণ শেষ করে বলেন, ”ঠিক আছে? গড সেভ দ্য কুইন, ম্যান।” এরপরই সোস্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।প্রসঙ্গত উল্লেখ্য, এটি আসলে সেন্ট হেলেনার জাতীয় সংগীত। ব্রিটেন ও এর প্রাক্তন উপনিবেশসমূহের সমন্বয়ে গঠিত মৈত্রীজোটের জাতীয় সংগীতের লাইন এই উদ্ধৃতটি।কিন্তু এখন সেই লাইনই বদলে হয়ে গিয়েছে গড সেভ দ্য কিং। কারণ ব্রিটেনের মসনদে এখন রাজা তৃতীয় চার্লস।
তবে কি স্মৃতি ভ্রম হয়েছে মার্কিন প্রেসিডেন্টের? তাই কি বারে বারে বেফাঁস মন্তব্য? নতুন গুঞ্জন সোস্যাল মিডিয়ায় থেকে রাজনৈতিক মহলে।
সম্প্রতি প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর (Indian Ocean) পর্যন্ত দীর্ঘ রেললাইন বানাবার প্রতিশ্রুতি দিয়ে সকলের হাসির খোরাক হওয়ার পাশাপাশি গত সপ্তাহেও ঋষি সুনাককে ‘রাশি সানুক’ বলে ডেকে হাসির খোরাক হয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এবার ‘গড সেভ দ্য কুইন’ বলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাইডেন। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এই প্রেক্ষিতে তার এই বেফাঁস মন্তব্য গুলোকে যে বিরোধীরা হাতিয়ার করবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল বাইডেনের বিরুদ্ধে স্মৃতিভ্রষ্ট হওয়ার অভিযোগ তুলেছে।