গত কয়েকমাসে আকাশ ছোঁয়া ছিল গ্যাস সিলিন্ডারের দাম। এই জুন মাসের শুরুতেই গ্যাসের দাম কিছুটা কমলো। বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৮৪টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই কার্যকরী হবে এই নিয়ম।
ইন্ডিয়ান অয়েলের থেকে জানানো হয়েছে জুন মাস থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৭৫ টাকা। আগে একটি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য মে ও এপ্রিল মাসেও কমানো হয়েছিল গ্যাস এর দাম। এই দুমাসে এখনও বাড়িতে ব্যাবহৃত গ্যাসের দাম এখনো কমেনি।
২০২৩-২৪ অর্থবর্ষে ৩বার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। এখনো পর্যন্ত বাড়িতে ব্যাবহৃত গ্যাসের দাম কমেনি। আপাতত গৃহস্টে ব্যাবহৃত গ্যাসের দামের কোনো হেরফের হবেনা এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান ওয়েল।
গৃহস্থালি গ্যাসের দাম না কমলেও ৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ভরতুকি পাবেন। সারা বছর মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি। আপাতত গৃহস্থে ব্যাবহৃত গ্যাসের দামের কোনো হেরফের হবে না।