খেলাধূলার পর ক্ষুধার্থ সকলে,কিন্তু খাবার পেয়ে চোখে মুখে নেই কোনো আনন্দের ছাপ। উল্টে খাবার নিয়ে তাড়াতাড়ি পালিয়ে বাঁচার চেষ্টায় খেলোয়াড়েরা। কারণ খাবারের থালা রাখা হচ্ছে বাথরুমের মেঝেতে, এবং কিছু দুরত্বেই রয়েছে মূত্রত্যাগের জায়গা। সম্প্রতি এমনি অস্বস্তিকর পরিস্থিতির ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সহারানপুরের একটা স্টেডিয়ামে। রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৭ কবাডি প্রতিযোগিতায় খেলোয়াড়দের এমনটাই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, বাথরুমের মেঝেতে অস্বস্তিকর পরিবেশের মধ্যে খেলোয়াড়দের খাবারে থালা দেওয়া হচ্ছে, কিছুটা দুরত্বেই দেখা যাচ্ছে মূত্রত্যাগের স্থান। ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনা তৈরি হয় নেট মহলে, শুরু হয় রাজনৈতীক অস্থিরতা।
এদিনের ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে তোপ দেগেছেন অনেকেই। তবে জানা যাচ্ছে ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। সাহারানপুরের অতিরিক্ত জেলাশাসক রজনীশ কুমার মিশ্র জানিয়েছেন, সাহারানপুর জেলার স্পোর্টস অফিসার অনিমেষ সাক্সেনাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি বাথরুমে কিভাবে খেলোয়াড়দের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর রিপোর্ট সামনে এলেই বাকি ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে সমাধানেও চেষ্টা করা হলেও সমালোচনার ঝড় বয়েই চলেছে সামাজিক মাধ্যমে।