UEFA Champions League এ গ্রুপ স্টেজের ম্যাচে আবারো মুখোমুখি হয় বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। এই ম্যাচ নিয়ে দর্শক ও দুই দলের সমর্থক দের মধ্যে উত্তেজনা ছিলো তুঙ্গে। এই ম্যাচটি খেলা হয়েছিল Allianz Arena স্টেডিয়ামে তবে গতবারের মতো এবারও পরাজয়ের মুখ দেখতে হলো বার্সেলোনাকে। বার্সেলোনা কে ২-০ গোল হারায় বায়ার্ন।
প্রথম ৪৫ মিনিট ম্যাচটি বার্সেলোনার অধীনে ছিল , একাধিক বার গোল করার সুযোগ হাত ছাড়া করে বার্সেলোনার খেলোয়াড়রা। নিজের প্রাক্তন ক্লাবের বিরূদ্ধে গোল করতে অসমর্থ হয় রবার্ট লেভান্ডোস্কি, কিছু মাস আগেই বায়ার্ন থেকে বার্সেলোনায় আসে রবার্ট। ম্যাচের দ্বিতীয় ভাগে এক নতুন রূপে দেখা যায় বায়ার্ন মিউনিখকে । বায়ার্নের হয়ে ম্যাচের ৫০ ও ৫৪ মিনিটে গোল করেন লুকাস হার্নান্ডেজ এবং লেরয় সানে । তবে তার পরেও একাধিক বার গোল করার সুযোগ আবারো হাতছাড়া করে বার্সেলোনার খেলোয়াড়রা
ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যায় যে বায়ার্ন মিউনিখ শট নিয়েছে ১৩ টি যায় মধ্যে ৪ টি ছিলো গলের টার্গেটে এবং তারই মধ্যে থেকে গোল হয়েছে ২টি ও বার্সেলোনা শট নিয়েছে ১৮ টি তার মধ্যেও ৪ টি ছিলো টার্গেটে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখে বায়ার্ন। এই ম্যাচ জিতে গ্রুপ সি এর শীর্ষে বায়ার্ন মিউনিখ।