ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে। মধ্যরাতে তাদের অভিযোগকে ঘিরে বিক্ষোভ শুরু করে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
ঘটনার সূচনা একটি আপত্তিজনক ভিডিওকে ঘিরে । একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়ারত প্রায় ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য রেকর্ড করে এবং সেই ভিডিও তাঁর এক বন্ধুকে পাঠায়। এবং ওই বন্ধু সোশ্যাল মিডিয়ায়ে পোস্ট করে। যেহেতু বিশাল জনমানুষ এই সোশ্যাল মিডিয়া ব্যাবহার করে ফলে দ্রুত ভাইরাল হয় এই ভিডিও।
এই বিষয়টি ছাত্রীদের নজরে আসার পর শনিবার রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল হইচই শুরু হয় । বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা বাড়ার ফলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও পরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সবাই এই ঘটনা অস্বীকার করেছে।
বর্তমানে এই বিষয় সংক্রান্ত তদন্ত শুরু করা হয়েছে। এবং সেইসাথে সেই ছাত্রীকে ও তার বন্ধুকে গ্রেফতারও করা হয়েছে।