২০২২ সালের ১১ই মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত `দ্য কাশ্মীর ফাইলস’ ( The Kashmir Files) । মুক্তির পরে বক্স অফিসে দারুন সাড়া ফেলার পাশাপাশি চলতি বছরে সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে এই ছবিটি। প্রসঙ্গত, শুরু থেকেই ছবিটিকে ঘিরে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।এমনকি গোয়াতে অনুষ্ঠিত IFFI- এর মঞ্চে ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদ এই ছবিটিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী ` দ্য কাশ্মীর ফাইলস’এর সিক্যুয়াল ` দ্য কাশ্মীর ফাইলস : আনরিপোর্টেড’ তৈরীর কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুড়ি বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিদ। এবং তিনি সর্বসমক্ষে ছবিটিকে নিয়ে সমালোচনা করেন। তারই পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বিবেক অগ্নিহোত্রী বলেন, যদি ছবির কোনো দৃশ্যে কোনো ভুল তথ্য প্রদর্শন করা হয়ে থাকে, তাহলে তা যেন বিদ্বজ্জনেরা প্রমাণ করেন। চ্যালেঞ্জের ঠিক ২৪ ঘন্টা পরেই বিবেক অগ্নিহোত্রী ছবিটির দ্বিতীয় ভাগ তৈরীর কথা ঘোষণা করেন। কার্যত মনে করা হচ্ছে, সমালোচকদের পাল্টা জবাব দেওয়ার জন্য ই পরিচালক ছবিটির সিক্যুয়াল তৈরি করতে চলেছেন। জানা গিয়েছে এই ছবির মাধ্যমে তিনি কাশ্মীর নিপীড়িত দের সত্য সবার সামনে তুলে ধরবেন।