উত্তর কলকাতায় বসে বিদেশি নানা সংস্থায় পাচার হয়েছে সাড়ে চার কোটি টাকা। পাচার চক্রের সাথে যুক্ত থাকা মনমিত কউর নামে এক সুন্দরীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে লালবাজার আরও সাত জনের নাম রয়েছে এই নোটিশে। উজ্জয়িনীর বাসিন্দা এই মনমিত কউর।
পুলিশ সূত্রে খবর মধ্য কলকাতার একটি ব্যাঙ্কে প্রায় ১১টি অ্যাকাউন্ট থেকে সাড়ে চার কোটি টাকা বিদেশি নানা সংস্থায় পাচার করা হতো। সিঙ্গাপুর, হংকং ও চীনের নানা সংস্থার নাম পাওয়া গেছে। এই চক্রের সাহায্য নেয় মূলত গুজরাত ও রাজস্থানের ব্যাবসায়িরা নিজেদের কালো টাকা সাদা করার জন্য। পুলিশি জেরায় মনমিত কউর বলেন তাদের এই চক্রের মাথা প্রলয় নামে এক ব্যক্তি। মনমিত আরও বলেন, গুজরাত ও রাজস্থানের হাজারো ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হতো। সেই টাকা হাজারের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে তা লেনদেন করা হতো শ’ খানেক অ্যাকাউন্টে। সেখান থেকে কলকাতার ১১টি সংস্থার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো ওই টাকা। এই গোটা চক্রটা আলিপুরের এক ফ্ল্যাটে বসে নিয়ন্ত্রণ করতো প্রলয় নামে ওই ব্যাক্তিটি।
এই চক্রের মূল মাথা প্রলয় একজন প্রবাসী বাঙালি। আগে ফার্মেসীতে কাজ করতেন প্রলয়। পাচার চক্রে প্রলয় কে সাহায্য করতেন তার ভাই সন্দীপ দাস ও রজনীশ বায়েন নামে এক ব্যক্তি।