কলেজ সার্ভিস কমিশনের নির্দেশিকা অনুযায়ী এবারের সেট পরীক্ষা ফি ছাড়াই দেওয়ার সুযোগ ছাত্রছাত্রীদের। গত সোমবার এই নির্দেশিকা জারি করে কলেজ সার্ভিস কমিশন। নির্দেশনা অনুযায়ী, সব পরীক্ষার্থীদের জন্য এই সুযোগ নয়, ২৩ তম সেট পরীক্ষায় যেসমস্ত ছাত্রছাত্রী রা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারাই শুধুমাত্র এবারের সেট পরীক্ষা বিনামূল্যে দেওয়ার সুযোগ পাবেন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২৬ এ সেপ্টেম্বরে র মধ্যে ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য কমিশনের দেওয়া ই-মেলে পাঠাতে হবে।
কমিশনের আধিকারিক রা জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যসহ যারা আবেদন করবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, গত কয়েক বছরের সেট পরীক্ষা র পরিসংখ্যান অনুযায়ী চলতি বারের আবেদন পত্র জমা দেওয়ার সংখ্যা ৮০ হাজার পেরিয়ে গেছে। অনুমান অনুযায়ী, আবেদন পত্র জমা দেওয়ার সংখ্যা ৮৫ হাজার পেরিয়ে যেতে পারে। গত একমাস ধরে ছাত্রছাত্রী রা অনলাইন মারফত এই পরীক্ষার জন্য আবেদন করতে পারছেন।
এবারের সেট পরীক্ষা হবে আগামী বছরের ৮ ই জানুয়ারি। মোট ৩৩ টি বিষয়ে এবছর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কমিশনের। দুটি পত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রথম পত্রে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন, যার সময়সীমা হবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারো টা। এবং দ্বিতীয় পত্রের পূর্ণমান ২০০ নম্বর, যার সময়সীমা হবে বেলা বারো টা থেকে ২ টো। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের।
মূলত বিজ্ঞান বিষয়গুলি ছাড়া প্রতিটি বিষয়ে র প্রশ্নপত্র ই হবে বাংলায়। ইতিমধ্যে ই সেই বিষয়ে উদ্যোগী হয়েছে কলেজ সার্ভিস কমিশন। সেট পরীক্ষা ছাত্রছাত্রী দের কাছে সহজ করে তোলার জন্য এই উদ্যোগ বলে দাবি কমিশনের আধিকারিক দের। তবে পরীক্ষার দিনও একাধিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন।