শুরুতে বিমান ঠিকঠাক উড়ান শুরু করলেও কিছুক্ষন পরে বিপাকে পড়লো বিমান। ঝড়ের কবলে পড়ে বিমানটি তার জেরে আহত হয়ে মৃত্যু হল এক যাত্রীর। বিমানটি ইংল্যান্ড এর কিন শহর থেকে উড়ান শুরু করেছিল এবং গন্তব্য ছিল আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের লিসবার্গে বিমানটির নাম ছিল ´বম্বার্ডিয়ের চ্যালেঞ্জার ৩০০`।
বিমানটিতে চালক এবং ক্রু মেম্বার সহ মোট ৫ জন ছিল। কিন্তু ওই যাত্রীর মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই বিষয় আরো জানার জন্য বিমানের চালক সহ আরো দুই যাত্রী কে জিজ্ঞেসাবাদ করা হয়েছে তাঁরা আরো জানান যে আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট চলে আসবে।
বিমানচালক জানান যে ঝরে পড়ার পর বিমানটিকে কানেকটিকাটের ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দর এর দিকে ঘুরিয়ে দিতে বাধ্য হন। বিমানটির মালিকানা সংস্থা হল মিসৌরির একটি সংস্থা। উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজ করে একটি গ্রামে। যদিও এই যাত্রী মৃত্যুর ঘটনাটি ঘটার পর থেকে তাঁরা কোনোরূপ মন্তব্য এখনো করেনি।