সাইক্লোন “বিপর্যয়” নিজের শক্তির পক্ষে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং ক্রমশ উপকূলে ধেয়ে আসছে। এরই মধ্যে এর প্রভাবই বিমান বন্দরে। আবহাওয়া খারাপ হওয়ার কারণে মুম্বাই এর রাওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে কিছু বিমান বন্ধ করে দেওয়া হয় এবং কিছু বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়। এর কারণে বিপদে অনেক যাএী।
প্রায় শয়ে শয়ে যা ভোগান্তির পড়ে যায়। টুইটারে প্রায় অনেক যাএীর ক্ষোভ উপচে পড়ে। রাতই এয়ার ভিডিওর তরফ থেকে পালটা টুইট করে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষকদের ভোগান্তির জন্য অনুরোধ করা হয়।
১৫ জুন গুজট ও ঝুঁকে ঘূর্ণি আছড়ে পড় প্রবল বল। গুজরাটের কচ্ছ উপকূলে জারি হয়েছে লালতা। এর নিরাপত্তা উচ্চতর নেতার বসবেন পোস্ট নরেন্দ্র মোদি।
একই সময়ে মুম্বই “বিপর্যয়ের” প্রভাব শুরু করেছে। সামাল দিতে ব্যস্ততা।