কয়েকদিন টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লী। জানা গেছে যমুনার ১ লক্ষ কিউসেক জল ছেড়েছিল হরিয়ানা সরকার। ওই দিনই দিল্লি প্রশাসনের তরফে রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, যমুনায় আরও জল ছাড়তে পারে হরিয়ানা। সে ক্ষেত্রে দিল্লির উপর দিয়ে বয়ে যাবে এই নদীর জলস্তর । নতুন করে বানভাসি হতে পারে দিল্লির একাধিক এলাকায়।
বন্যা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জানানো হয়েছে বিকেল ৪টে নাগাদ হরিয়ানার হাতনিকুন্ড জলাধার থেকে ১,০৫,৪৫৩ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রশাসন সূত্রের খবর থেকে জানা গেছে সাধারণত প্রতি দিন ৩৫২ কিউসেক জল ছাড়া হয় ওই বাঁধ থেকে। সেই জল দিল্লি এসে পৌঁছয় প্রায় দু’তিন দিন পর। কিন্তু গত কয়েক দিনের একটানা বৃষ্টির ফলে জলাধারগুলিতেও জলের পরিমাণ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার জন্য দায়িত্বে থাকা প্যানেল জানিয়েছে, পুরনো রেল সেতুর কাছে যমুনার জলস্তর বিপদসীমা ছুঁয়েছে।
গত শনিবার থেকে রবিবার পর্যন্ত দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিমি।১৯৮২ সালের পর জুলাই মাসে কোনও এক দিনে এই প্রথম এত পরিমাণে বৃষ্টি হল দিল্লিতে। ১৯৮২ সালের ২৫ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মিমি। ১৯৫৮ সালে ২১ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ২৬৬.২ মিমি।একাধিক শহরে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। যা ৪১ বছরের রেকর্ড গড়ে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিল্লিতে। এদিকে হু হু করে বেড়ে চলেছে যমুনা নদীর জলও। বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি। নদীর জল বাড়তে থাকায় বেশ কয়েকটি সেতুও ভেঙে গিয়েছে সেই রাজ্যে।