‘দ্যা কাশ্মীর ফাইলস’ এর সাফল্যের পর এবার দর্শকদের চমক দিতে প্রস্তুত হচ্ছে ‘ দ্যা দিল্লি ফাইলস ‘ । বিবেক অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় দ্যা কাশ্মীর ফাইলসের সাফল্যের জন্য সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের কাছে নতুন চমক রূপে দ্যা দিল্লি ফাইলসের কাজ শুরু হবার কথা বলেছেন। ছবি মুক্তি পাওয়ার তারিক এখনও স্পষ্ট করে কিছু বলেননি পরিচালক ।
‘দ্যা দিল্লী ফাইলস ‘ এর নাম শুনেই বোঝা যাচ্ছে ঘটনার কেন্দ্রে রয়েছে দিল্লির কাহিনী। বিবেক অগ্নিহোত্রীর এই ছবিতে ১৯৮৪ সালে দিল্লিতে শিখদের যে হিংসাত্মক ঘটনার মুখোমুখি হতে হয় তার কাহিনী থাকবে। এছাড়াও এই ছবিতে দেখানো হবে দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের হিংসাত্মক ঘটনার অন্তরের কাহিনী। বিবেক অগ্নিহোত্রীর কথায় দ্যা দিল্লী ফাইলসের মধ্যে দিয়ে দর্শকদের জন্য থাকছে নয়া চমক।
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি দ্যা কাশ্মীর ফাইলসের ট্রেলার বা প্রমোশনের ধরন দেখে মনে হয়নি ছবিটা এতটা সফল হবে। ছবিতে দর্শকদের সামনে কাশ্মীর পণ্ডিতদের এক অজানা কাহিনী উঠে আসায় সবাই চমকিত হয়েছিল। ঠিক তেমনই পরিচালকের নতুন ছবি ‘ দ্যা দিল্লি ফাইলস ‘ এর কথা ঘোষণা হওয়ার পর আবারও এমন এক শিহোরণ জাগানো কাহিনির প্রত্যাশা রাখছেন দর্শকরা।