‘পেয়ার কা পঞ্চনামা’ থেকে বলিউডের পর্দায় পা রাখা এবং তারপরেই বলিউড জগতে নজর কেড়েছিলেন কলকাতার মেয়ে অভিনেত্রী সোনালি সেহগল। ৭ই জুন এক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরালেন অভিনেত্রী। কলকাতায় নয় মুম্বইতেই বিয়ে সারলেন অভিনেত্রী।
গত ৫ বছর পর সম্পর্কের পূর্ণতা পেল। তিনি ব্যাক্তিগত জীবনকে মিডিয়া জগৎকে সম্পূর্ণ আলাদা করে রাখতেন। প্রকাশ করেননি তাদের সম্পর্কের কথা। তা সোজা প্রকাশ পেলো বিয়ের মাধ্যমে। অশেষ পেশায় একজন হোটেল ব্যাবসায়ী।
‘পেয়ার পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে দেখা গিয়েছে সোনালিকে। নতুন এক ছবি ‘নুরানি চেহরা’ ছবির মুক্তির পেতে চলেছে। এই ছবিতে সোনালি ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।