ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী ইকানা স্টেডিয়ামে আইপিএলের মঞ্চে লখনৌ সুপার জয়েন্টস বনাম রয়াল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের শেষ মুহূর্তে বিরাট কোহলি এবং গৌতম গাম্ভীরকে একে অপরের দিকে তেরে আসতে দেখা যায় এবং নানা উত্তপ্ত বাক্য বিনিময় জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতি তৈরি হয় যে দু দলের খেলোয়াড়ও হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
তাদের এই ঝামেলার পর কেটে গিয়েছে দুদিন কিন্তু এই বিষয় নিয়ে নানারকম সমালোচনা হচ্ছে ক্রিকেট মহলে। তোলপাড় হচ্ছে নেট দুনিয়ায়। এমন পরিস্থিতিতে সকলেরই মধ্যে একটাই কথা জানার আগ্রহ ছিল যে বিরাট কোহলি এবং গৌতম গাম্ভীর এর মধ্যে কি কথা হয়েছিল।অবশেষে জানা গেল বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ‘লড়াই’-এর সময় কী কথা হয়েছিল। আর তা জানালেন এক প্রত্যক্ষদর্শী।
সংবাদ সংস্থা পিটিআই একজন প্রত্যক্ষ দর্শীর উদ্ধৃতি তুলে পুরো বিষয়টা আলোকপাত করার চেষ্টা করেছেন। যিনি ঘটনার সময় একটি দলের ডাগ আউটে উপস্থিত ছিলেন।
ওই প্রত্যক্ষদর্শী বলেছেন
গৌতম জিজ্ঞেস করেন, কি বলছিলি, বল? বিরাট উত্তর দেন, আমি কিছুই বলিনি, তুমি কেন এর মধ্যে ঢুকছো?’ উত্তরে গৌতম বলেন,’তুই আমার খেলোয়াড়কে গালি দিয়েছিস মানে, আমার পরিবারকে গালি দিয়েছিস।’সেই সময় মেয়ার্স জিজ্ঞেস করেছিলেন কোহলিকে কেন তিনি ক্রমাগত তাকে গালি দিচ্ছেন এবং বিরাট পাল্টা প্রশ্ন করেছিলেন , কেন তিনি তার দিকে তাকাচ্ছেন? এর আগে অনেক মিশ্র আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন যে বিরাট ক্রমাগত নবীন উল হককে গালি দিচ্ছেন। তখন গৌতম গাম্ভীর বুঝতে পেরেছিলেন জিনিসগুলো খুব খারাপ দিকে যেতে পারে। তাই তিনি মায়ার্স কে টেনে নিয়েছিলেন এবং তাকে কোহলির সাথে কথা বলতে মানা করেছিলেন।সেই সময় কোহলিকে কিছু বাজে মন্তব্য করে ও তারপরই পরিস্থিত উত্তপ্ত হয় ওঠে। এরপর দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।এমনটাই জানিয়েছে ওই প্রত্যক্ষদর্শী।
ইতিমধ্যেই এই ঘটনায় বিরাট কোহলি ,গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল।দু’জনকেই ম্যাচ ফি-র ১০০% জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের।