বুধবার আন্তর্জাতিক দল থেকে অবসরের ঘোষণা করলেন ইডেন হ্যাজার্ড। প্রথম বেলজিয়ামের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন ২০০৮ সালে,এবং তিনি খেলতেন ফরওয়ার্ড পজিশনে। 15 বছরে বেলজিয়ামের হয়ে ১২৬টি ম্যাচে ৩৩ টি গোল করেন এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে চারটি গোল করেন। ২০১৪ বিশ্বকাপ, ২০১৬ ইউরো, ২০১৮ বিশ্বকাপ ও ২০২০ ইউরো খেলেছেন তিনি এবং অধিনায়কত্বের ভূমিকা পালন করছেন ২০১৫ সাল থেকে।
বিশ্বের দু নম্বর দল হলেও ২০২২ – এর কাতার বিশ্বকাপে তেমন কোন দাপট প্রভাব ফেলতে পারেনি হ্যাজার্ডের বেলজিয়াম। প্রথম ম্যাচে কানাডাকে ১-০ ব্যবধানে হারালেও মরক্কোর কাছে ২-০ গোলে হারে বেলজিয়াম এবং শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে হাড়ের সম্মুখীন হতে হয় তাদের, গোলশূন্য ড্র করে প্রথম রাউন্ডেই ছিটকে যায় বেলজিয়াম।
ইন্সটাগ্রামে এক বার্তা দিয়ে অবসর প্রসঙ্গে হ্যাজার্ড বলেন, ‘আজ খাতার একটি পাতা উল্টেছে’। “২০০৮ সাল থেকে আপনাদের অতুলনীয় সাপোর্টের জন্য ধন্যবাদ। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের মিস করব”। বেলজিয়াম দল টুইট করে জানিয়েছে, “অল দ্য বেস্ট, অধিনায়ক”। বিশ্বকাপ থেকে তার দল এভাবে ছিটকে যাওয়ায় বেলজিয়ামের কোচ রবার্ত মার্টিনেজও দায়িত্ব ছেড়েছেন।