ভারত যেভাবে অন্যদেশকে করোনার প্রতিষেধক সরবরাহ করছে এবং ভারতে তৈরি করা করোনার প্রতিষেধক এর দাম আয়ত্তের মধ্যে হওয়ায় ভারতের টিকা প্রস্তুতকারকদের প্রশংসা করলেন মাইক্রোসফ্টের কর্ণধর বিল গেটস।তার মতে কোভিশিল্ড কোভ্যাক্সিন বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন এর কাজ করবে।
কিছুদিন আগে ভারত আমেরিকার স্বাস্থ্য সহযোগিতা সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজনহয়েছিল। সেখানে ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়েছিল বিল গেটস এবং বলেছেন,”অতি এখনও শেষ হয়ে যায়নি। আমরা এখনও এই জরুরি পরিস্থিতির বাইরে তাকাতে শুরু করেছি। তার মানে এই নয় যে,কোভিডেরদের মোকাবিলা করলেই হবে,ভবিষ্যতে যাতে কোন রোগ মহামারীর আকার নিতে না পারে সেদিকে নজর রাখা উচিত।সে জন্য যেকোনো ধরনের সংক্রামক রোগের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”
ভারতে তৈরি করা টিকা গুলির দাম সাধারণ মানুষের আয়ত্বের হওয়ায় বিভিন্ন দেশের মানুষ উপকৃত হবেন,ভারত বিশ্বের দেড় কোটি করোনা প্রতিষেধক সরবরাহ করেছে ১০০ টি দেশে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।কোয়াড গোষ্ঠী দেশগুলির মধ্যে যে বায়োলজিক্যাল ই সংস্থায় করোনা টিকা তৈরি র যে চুক্তি হয়েছে সে প্রসঙ্গ উল্লেখ করেছেন বিল গেটস। তার মতে, ভবিষ্যতে অন্য অতিমারি আসতেও পারে তাই টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি পারস্পরিক সহযোগিতা জরুরী এই অংশিদারির মাধ্যমে দেশগুলির মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।
দেশের সার্বিক করোনা সংক্রমণ এখন অনেকটাই স্তিমিত এবং বিভিন্ন রাজ্যগুলিতে করোনা সংক্রমণও অনেকটাই কমেছে।