ভারতের জিডিপি বৃদ্ধির হারে জোর ধাক্কা। সংবাদ সংস্থা রয়টার্সের পূর্বাভাসের চেয়েও জিডিপি বৃদ্ধির হার নেমে যাওযায় আশঙ্কার সম্মুখীন দেশ। গতকাল, মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে চলতি ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি হতে পারে।
এর আগে ২০২২ সালের জুন মাসে বিশ্ব ব্যাঙ্ক গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করেছিল যাতে বলা হয় ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ। ভারতীয় অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন রুশ – ইউক্রেন যুদ্ধের আবহেই ভারতীয় অর্থনীতির এই নিম্নগতি। যদিও গত অর্থবর্ষের তুলনায় উন্নত এবং উন্নয়নশীল অধিকাংশ দেশেই বৃদ্ধি কমছে। ২০২৩ অর্থবর্ষে তা আরও কমে নামতে পারে ৬.১ শতাংশে। অন্যদিকে সতর্কবার্তা জারি করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ২০২৩ সালে বৃদ্ধি কমায় মন্দার অনুভূতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে।
এর পূর্বাভাস অনেক আগেই দিয়েছিলেন ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ শীর্ষক রিপোর্টে আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ), জানায় চলতি অর্থবর্ষে (২০২২-২৩) ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৬.৮ শতাংশ হতে পারে।