চোট পাওয়া সত্ত্বেও হার মানতে নারাজ ভারতের গর্ব মীরাবাঈ চানু। অলিম্পিকের পর বিশ্ব মঞ্চেও ভারতকে উঁচুতে তুলে ধরলেন মীরাবাঈ।
কলম্বিয়ার বোগোতায় আয়োজিত হওয়া বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ফাইনালে মোট ২০০ কেজির ওজোন তুলে রুপোর পদক নিশ্চিত করে ভারতের জন্য। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক-এ ১১৩ কেজি ভার উত্তোলন করে রুপো জিতলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই নিয়ে দুটি পদক জিতলেন মীরাবাঈ চানু। এর আগে ২০১৭ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভার উত্তোলনের সময় কব্জির চোট মীরাবাঈ চানুকে হয়েতো থামাতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নের পথে কিছুটা বাঁধা স্বরুপ হয়ে দাঁড়ালো। তবে মীরাবাঈ চানুর থেকে ৬ কেজি বেশি ওজোন তুলে সোনা ছিনিয়ে নিল চিনের জিয়াং হুইহুয়া এবং অলিম্পিক্সে সোনা পদক প্রাপ্ত হু জিহুয়া ২ কেজি কম ভার উত্তোলন করে এবার ব্রোঞ্জ পেয়েছেন।
প্রসঙ্গত, এর পরের লক্ষ্য হল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক সেই দিকেই এগোচ্ছে মীরাবাঈ। চোট নিয়েও এবারের রুপো জয় হয়েতো তাকে আরও বেশি আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করবে।