বাকি আর মাত্র দুদিন তারপরেই অভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিশেষজ্ঞরা আগেই বলেছেন অষ্ট্রেলিয়ার থেকে ভারত যে খুব পিছিয়ে তা নয়। আর এর মধ্যেই এক সাক্ষাৎকারে গ্রেড চ্যাপেল ভারতের দল কেমন হওয়া উচিত সেই সম্পর্কে জানালেন।
সাক্ষাৎকারে চ্যাপেল কে জিজ্ঞাসা করা হয় যে রাহানে অনেক দিন পর আবার টেস্ট টিমে ফিরছেন। সিদ্ধান্ত টা কতটা ঠিক?
চ্যাপেল বলেন “বেশ ভালো সিদ্ধান্ত রাহানে টিমে ফিরিয়ে আনার চলতি আইপিএলে যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন তিনি। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। টেস্ট চ্যাম্পয়নশিপে যে বেশি চাপ নিতে পারবে সে নিঃসন্দেহে ভালো প্রদর্শন করবে। আর টেস্ট চ্যাম্পয়নশিপে যে প্লেয়ার ভালো প্রদর্শন করবে তাকে অন্য ফরম্যাট গুলোতেও খেলানো উচিত। গতবার অস্ট্রেলিয়া সফরে রাহানে যথেষ্ট ভালো প্রদর্শন করেছিলেন। এছাড়াও অভালের উইকেটে স্লিপে অনেক ক্যাঁচ আসে রাহানে স্লিপে দারুন ফিল্ডার। সব দিক থেকে বিবেচনা করে বলাই যায় রাহানে কে দলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”
এরপর চ্যাপেলের কাছে জানতে চাওয়া হয় ওভালের উইকেটে অস্ট্রেলিয়া এবং ভারতের বোলার দের মধ্যে কারা ভালো প্রদর্শন করে অন্য টিমের ব্যাটসম্যান দের চাপে ফেলবে?
চ্যাপেল জানান “ ভারতের বোলিং ইউনিট এর যথেষ্ট ক্ষমতা আছে অষ্ট্রেলিয়ার ব্যাটসম্যান দের বিপদে ফেলার। সামি ও সিরাজ দুজনেরই আইপিএল খুব ভালো কেটেছে। পেসার দের পাশাপাশি ভারতীয় দলে আশ্বিন ও জাদেজা কে খেলানো উচিত। দু জনেই ভারতের জন্য সফল। জাদেজা উইকেট না পেলেও রান দেন খুবই কম যার ফলে সাহায্য পায় পেসাররা। এছাড়াও ব্যাট হাতে জাদেজা ভালো খেলেন। এক্ষেত্রে একজন ভালো অল রাউন্ডার এর ভূমিকা পালন করতে পারবেন। অন্যদিকে আশ্বিন স্পিনার হিসেবে দুর্দান্ত। কারণ আশ্বিন গভীর ভাবে ভাবতে পারেন। গত বর্ডার গাভাস্কার ট্রফিতে আশ্বিন এর প্রদর্শন তাকে আরো মানসিক সাহস যোগাবে। এছাড়াও ৮ নম্বরে ভালো ব্যাটিং অপশন হিসেবেও থাকবে।”