গতকালই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ২৩৪ রানের লজ্জার হার শিকার করতে হয়েছে ভারতকে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন অতীত। এই মুহূর্তে তাকাতে হবে ভবিষ্যতের দিকে অর্থাৎ অক্টোবর মাস থেকে ভারতে শুরু হতে চলা একদিনব্যাপী বিশ্বকাপের দিকে। হাতের সময় আর মাত্র কয়েকটা মাস ইতিমধ্যেই বিসিসিআই একদিনব্যাপী বিশ্বকাপের ম্যাচের একটি খসড়া আইসিসি কে পাঠিয়েছে।
জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আরজি সম্পূর্ণভাবে নাকোজ করে ভারত ও পাকিস্তানের ম্যাচ টি আয়োজন করা হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সম্ভবত এই ম্যাচটি খেলা হবে অক্টোবরের ১৫ তারিখ। অন্য ম্যাচগুলির ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আরজি মেনে নিয়েছে বিসিসিআই ।পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইচ্ছে অনুযায়ী ভারতের সাথে বাদে অন্য ম্যাচগুলি তারা খেলবে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দ্রাবাদে। পাকিস্তান তাদের বিশ্বকাপে যাত্রা শুরু করবে কোয়ালিফায়ার থেকে যে দুই দল মূল পর্বে অংশ নেবে তাদের বিরুদ্ধে খেলে। ইডেন গার্ডেন্সে পাকিস্তান মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ডের।
ভারত তাদের বিশ্বকাপে যাত্রা শুরু করবে ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে। সূত্র মারফত জানা যাচ্ছে ইডেনে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচটি আয়োজন করা হতে পারে। আমেদাবাদ এবং কলকাতা বাদ দিয়ে আরও সাতটি শহরে আয়োজন করা হবে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলি সেই শহর গুলির মধ্যে রয়েছে মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম উল্লেখযোগ্য।
একদিনব্যাপী বিশ্বকাপের সূচনা হবে ৫ই অক্টোবর যেই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রসঙ্গত উল্লেখ্য ভারত ও তার গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ ৯টি শহরে খেলবে যদি ভারত ফাইনালে ওঠে তাহলে একমাত্র আমেদাবাদেই ভারত দুটি ম্যাচ খেলবে। যদিও এখনো পর্যন্ত সেমিফাইনাল কোন শহরে খেলা হবে তা জানা যায়নি।