ভারতে ক্রিকেটের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে, ভারতীয় ইতিহাসে প্রথমবার মহিলা আম্পায়াররা ম্যাচ পরিচালনা করবে রঞ্জি ট্রফিতে। বিসিসিআই-এর পক্ষ থেকে বার্তা জানিয়েছেন, এবার থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
২৮বছর ধরে রঞ্জি ট্রফি চলছে আগে মহিলা এম্পায়াররা পুরুষদের ম্যাচ পরিচালনা করার জন্য কোন সুযোগ পায়নি, কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে এবার পুরুষদের ম্যাচ পরিচালনার জন্য সুযোগ করে দিয়েছে, অনেক রাজ্যে এই সুযোগ দেয়া হয়েছে মহিলাদের,এর ফলে মহিলারা ক্রিকেট খেলায় উৎসাহিত হবে,ভবিষ্যতে অনেক মহিলা আম্পায়ার হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন, এতে ক্রিকেটেরই উন্নতি হবে বলে আশা করেন বিসিসিআই এর কর্তার,শুধু রঞ্জি ট্রফিই নয়,ভবিষ্যতে পুরুষদের অন্যান্য প্রতিযোগিতাতেও মহিলা আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখা যেতে পারে বলে বার্তা দিয়েছেন বিসিসিআই।
ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফিতে ৩ মহিলা আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন। তার মধ্যে একজন মুম্বইয়ের বৃন্দা রাঠি, চেন্নাইয়ের জননী নারায়ণ এবং গুরগাঁওয়ের গায়ত্রী বেনুগোপাল।এনারা ৩ জনই বিসিসিআই এর আম্পায়ারিং সংক্রান্ত সমস্ত পরীক্ষায় পাস করে তারপরেই রঞ্জি ট্রফিতে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। বিসিসিআই এর তরফ থেকে জানিয়েছেন পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান পারিশ্রমিক দেবেন।আগামী বছর থেকে মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে।
মুম্বাইয়ের ময়দানে স্করারের কাজ করতে করতে তামিলনাড়ুর ক্রিকেট এসোসিয়েশনের আম্পায়ার হিসাবে কাজ শুরু করেন । আর একজন ভারতীয় আম্পায়ার গায়েত্রী , চোটের কারণে তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় ক্রিকেটের প্রতি তার অতিরক্ত ভালোবাসার দরুন ক্রিকেটে আম্পায়ার পদে কাজ শুরু করেন। মহিলা এই তিন আম্পায়ার এখন অস্ট্রেলিয়ার মহিলা টি টয়েন্টি বিশ্বকাপ দলের দায়িত্বে আছেন । আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তারা থাকতে পারবে না , দ্বিতীয় ম্যাচ থেকে তারা আম্পায়ার হিসাবে কাজ শুরু করেন । এই তিনজন মহিলা যেই ম্যাচ গুলি পরিচালনা করবে সেগুলি জানিয়ে দেবে বিসিসিআই ।