সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়ছে সৌরভ গাঙ্গুলিকে। তবে প্রশাসনিক জীবন থেকে বিদায় নিতে চান না তিনি। বৃহস্পতিবার সিএবি-তে এসেও তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। সিএবি এর সদস্যদের জানিয়েছেন, এবার নির্বাচনে নিজেই ‘মাঠে নামতে চান’। তবে এখনও পর্যন্ত তিনি নিজেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে কারও কারও মতে নির্বাচন না-হলেও প্রেসিডেন্ট পদে দেখা যেতে পারে তাকে।
আইসিসি চেয়ারম্যানের দৌড়েও অনেকটাই পিছিয়ে পড়েছেন সৌরভ। তার জন্যেও সমর্থন লাগবে দেশের ক্ষমতাশালী রাজনৈতিক অংশের, ওয়াকিবহাল মহলের মতে সৌরভ গাঙ্গুলি কে যদি আইসিসির দৌড়ে টিকে থাকতে হয় বিজেপি হাইকমান্ডের মত জোগাড় করতে হবে। আর তা পেতে গেলে তাঁকেও বিনিময়ে ‘কিছুর প্রতিশ্রুতি’ দিতে হতে পারে। তবে এখনই রাজনীতির ময়দানে নামতে চান না সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলের খবর থেকে জানা যাচ্ছে , আইসিসি চেয়ারম্যান পদের দৌড়ে সৌরভের চেয়ে বেশি এগিয়ে এখন অনুরাগ ঠাকুর বা এন শ্রীনিবাসন।
সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের এবার সিএবি প্রেসিডেন্ট হওয়ার কথা , তবে বিষয়টা এখন ভাইয়ের সম্মান বাঁচানোর তাই স্নেহাশিসের পরিবর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আবারও সিএবি এর প্রেসিডেন্ট হিসাবে দেখা যেতেও পারে।