IMG_20230603_004157

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

বিস্ফোরণের জেরে কাঁপছে রাজধানী কিয়েভ

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

রুশ সেনা ফের আরো একবার ড্রোন হামলা চালালো ইউক্রেনের রাজধানি কিয়েভের উপর । রুশ সেনার ড্রোন হামলার আঘাতে কেঁপে উঠলো রাজধানী কিয়েভ । এইসঙ্গে ইউক্রেনের উত্তর , দক্ষিন এবং পূর্বের মুল শহরগুলোর চারপাশে চলছে যুদ্ধ ।
ইউক্রেনের সেনাদের মতে রুশ সেনাবাহিনী রাজধানী কিয়েভ দখলের চেষ্টায় আছেন ।

অতঃপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টায় থাকবে । কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্চকোর মতে রবিবার রাতেও শহরে আছড়ে পড়ে রুশ গোলা।

সোমবারেও হামলা হয়েছে শহরে ।সবশেষ মঙ্গলবার ভোরে হামলায় কয়েকটি আবাসিক ভবন ধসে পড়েছে এবং একজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি ও রয়টার্সের। ইউক্রেন মতে ২০ টির ও বেশী ড্রোন তারা ভূপাতিত করেছেন।আগের দুটি হামলার সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি কিয়েভের। কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে , ২০ টির ও বেশী কামিকাজে ড্রোন ধ্বংস করা হয়েছে।
কিয়েভের মেয়র শহর বাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন ।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এখন ইউক্রেনের রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।রবিবার সকালেও ইউক্রেনের উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১২টি এলাকায় বিমান হামলার সতর্ক সঙ্কেত বেজে ওঠে।কিয়েভের কর্মকর্তারা রাজধানীর দক্ষিণাঞ্চলে কয়েকটি গুদাম-ঘরেও আগুন লাগার কথা জানিয়েছেন।কয়েকজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন কিয়েভের বাসিন্দারা যখন এই শহরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই রাশিয়া পরিকল্পিত এই আক্রমণ চালিয়েছে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request