বুদ্ধিমান রণতরী; প্রতিরক্ষার ক্ষেত্রে বড় পদক্ষেপ ভারতের
সূত্রের খবর অনুযায়ী, বড় সিদ্ধান্ত নিতে চলেছে জলপথের উদ্দেশ্যে ভারত। এবার নৌবাহিনীর রণতরীগুলিকে আরও শক্তিশালী করে তোলা হবে বলে জানা যাচ্ছে। মেশিন এর সাহায্যে এবার নতুন প্রজন্মের রণতরী গুলো হবে আরও উন্নত এবং যুদ্ধের জন্য সঠিক।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স তাদের রণতরীর নির্মাণ কার্য শুরু করে দিয়েছেন নতুন প্রজন্মের প্রযুক্তিবিদদের সাহায্যে। নতুন প্রযুক্তিবিদ দেরকে নিয়ে নৌ গামিদের নতুন প্রকল্প ‘গেইনস ’। শুরু হলো কলকাতার যুদ্ধজাহাজ কারখানা জিআরএসই-র।
সোমবার জিআরএসই- এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারচুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। জিআরএসই কাজে প্রশংসায় পঞ্চমুখ তিনি। জিআরএসই-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডর পি আর হরি জানান, তিনি যোগাযোগ করছে খড়গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন প্রজন্মের প্রযুক্তিবিদদের জন্য। এবং এমন একশোরও বেশি প্রযুক্তিবিদ এগিয়ে এসেছেন এই প্রকল্পের জন্য। জিআরএসই-র পক্ষে তাঁদের বলা হচ্ছে দেশীয় পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সুবজ শক্তির দক্ষতাকে কাজে লাগিয়ে আরও বেশি উন্নত করে তোলা হবে যুদ্ধজাহাজকে।
এটিকে অনেকটাই প্রতিযোগিতার আকারে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। প্রথমে তারা এই যুদ্ধ জাহাজ আর কারখানার ব্যপারে ধারনা জ্ঞাপন করবেন,তারপর দ্বিতীয় সেখান থেকে নতুন প্রজন্মের লোক বাছাই ছাঁটাই হবে খুবই সুক্ষ ভাবে। তারপর কাজ শুরু হবে, কাজ চলাকালীন ৫ লক্ষ্য টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন এবং ব্যাটারি চালিত জলযান তৈরির কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে জিআরএস এর কাছ থেকে ।