দাবা দেখতে যতটা সোজা লাগে ততটা সোজা খেলা কিন্তু দাবা নয়, এই খেলার জন্য দরকার অনেক অনুশীলনের । প্রবীণ প্রজন্মের এই দাবা খেলার প্রতি খুব একটা আগ্রহ নেই আর ঠিক এই কারণেই এই প্রবীণদের জন্যেই বিশেষ উদ্যোগ নিয়েছে সারা বাংলা দাবা সংস্থা। নিউটাউনের ‘স্নেহদীয়া’ নামক একটি বৃদ্ধাবাস আবাসিকদের মধ্যে দাবা নিয়ে উৎসাহ বাড়ানোর কাজ শুরু করেছেন । এই অসাধারন উদ্যোগটির মুখ্য উদ্যোক্ত হলেন চেয়ারম্যান দেবাশিস সেন।
নিউটাউনের স্নেহদীয়া নামক বৃদ্ধাবাসে অথিতি রূপে গেছিলেন, বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তিনি সেখানে এই উদ্যোগের প্রথম সূচনা করেন। তাছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান দেবাশিস সেন ও।
কোনো একটি সংবাদ প্রতিষ্ঠানের সাক্ষাৎকার দিতে গিয়ে দিব্যেন্দু বড়ুয়া বলেছেন যে, বৃদ্ধাবাসের আবাসিক ও আশপাশের প্রবীণ নাগরিকরা যাতে অবসর সময়ে দাবা খেলতে পারেন তার জন্যেই এই উদ্যোগ। সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে পাঁচটি বোর্ড সেখানে দেওয়া হয়েছে। ১৫ দিন অন্তর সারা বাংলা দাবা সংস্থার তরফে এক জন করে সেখানে যাবে। তাদের সাথে কথা বলবে, খেলা শেখাবে এবং দাবা খেলার উৎসাহও দেবে।