বেসরকারি হাসপাতালগুলিকে বিনামূল্যে চিকিৎসার ৭ দিনের উইন্ডোটি বাড়িয়ে ১৫ দিনের মেয়াদে চিকিৎসার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন ।
এদিন সোমবার, রেগুলেটরি কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, সমস্ত বেসরকারি হাসপাতালগুলিকে রোগীদের বিনামূল্যে ১৫ দিনের জন্য চিকিৎসা ও প্রয়োজনে পরীক্ষা-নিরিক্ষাও করতে হবে বিনামূল্যে । তবে এটি শুধুমাত্র বহির্বিভাগ (ODP) রোগীদের জন্য প্রযোজ্য হতে চলেছে।
বর্তমানে একজন বহির্বিভাগ (ODP) রোগী একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসার পরীক্ষার ফলাফল নিয়ে পুনরায় দেখাতে যায় ৭ দিনের মধ্যে সেক্ষেত্রে কোনো টাকা লাগে না। এইবার সেই ৭ দিনের মেয়াদটি বাড়িয়ে ১৫ দিনের জন্য করার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন ।
এই ব্যবস্থাটি বাড়ানোর কারণ হিসেবে জানানো হয়েছে বিভিন্ন বেসরকরি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এসেছে , ডাক্তার দেখানোর পর বিভিন্ন টেস্ট করতে কিছু সময় লেগে যায় তারপর অপেক্ষা করতে হয় ফলাফলের জন্য । এছাড়াও অকের পরীক্ষার রিপোর্টও সাতদিনের মধ্যে আসে না। সেক্ষেত্রে তাদের পুনরায় টাকা দিয়ে দেখাতে হয়। এই বিষয়গুলি নজরে রেখেই এই নির্দেশ কমিশনের তরফে।