আগস্টে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে কারণেই পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে দক্ষিণ আফ্রিকার সরকার । দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী নালি দীপান্দর বলেছেন এ ক্ষেত্রে সব ধরণের আইনি বিকল্প মাথায় রাখছে দেশটি । ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে দ. আফ্রিকা নিরপেক্ষ অবস্থান নিয়েছে ।
বিরোধী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির (ডিএ) নেতা এবং প্রদেশের প্রিমিয়ার অ্যালান উইন্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পুতিন ইউক্রেনের জনগন এবং তার নিজ দেশের জনগন যারা পুতিনের বিরুদ্ধে, পুতিন তাদের স্বাধীনতা খর্ব করেছেন ।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত মাসে ওয়েস্টার্ন কেপ প্রদেশে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া পুতিনের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ব্রিকস একটি অর্থনীতি গোষ্ঠী যার মধ্যে রয়েছে রাশিয়া , ব্রাজিল , ভারত , চিন , এবং দক্ষিণ আফ্রিকা ।
প্রদেশের প্রিমিয়ার অ্যালান উইন্ড জানান ,পুতিন যদি ওয়েস্টার্ন কেপ প্রদেশে আসেন, তাহলে প্রাদেশিক সরকারের অর্থায়নে গঠিত আইন প্রয়োগকারী অ্যাডভান্সমেন্ট প্ল্যানের (এলইএপি) কর্মকর্তাদের দিয়ে তাকে গ্রেপ্তার করা হবে।
তিনি এও বলেন যে যদি দ. আফ্রিকার পুলিশ কে কাজ করতে না দেওয়া হয় তাহলে আমরাই গ্রেপ্তার করবো ।