চলতি বছরে সব মিলিয়ে শারুখ খান অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছে পাঠান এবং বক্স অফিসে দারুন সফলতাও পেয়েছে। শারুখ খান অভিনীত এই বছরের দ্বিতীয় সিনেমা জওয়ান সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা আগামী ৭ওই সেপ্টেম্বর। এবং তৃতীয় সিনেমা ডাংকি মুক্তি পেতে পারে ডিসেম্বর মাসে।
শারুখ খানের ভক্তদের মনে জওয়ান এর ট্রেলার মুক্তির দিন নিয়ে নানা প্রশ্ন ছিল। সেই সব প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং কিং খান। চলতি সপ্তাহের সোমবার সকালেই রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হলো জওয়ান এর ট্রেলার নির্ধারিত দিনের অনেক আগেই মুক্তি পেলো জওয়ান এর ট্রেলার। প্রসঙ্গত উল্লেখ্য অ্যাটলি কুমার জওয়ান সিনেমাটির পরিচালনা করেছেন। অ্যাটলি কুমারের সাথে এটাই প্রথম কাজ বলিউড সূপার ষ্টার শারুখ খানের। সূত্র মারফত জানা যাচ্ছে এই সিনেমাটি হতে চলেছে এক প্রতিশোধের গল্প। বাবার প্রতি হওয়া অন্যায়ের শোধ নেবে তার ছেলে। এই বাবা ও ছেলে দুই জনের ভূমিকাতেই দেখা যেতে পারে শারুখ খানকে। এছাড়াও এই সিনেমায় নায়িকার চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ভিলেনের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে।পাশাপাশি জওয়ান-এ অভিনয় করেছেন সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর। ক্যামিও রোলে রয়েছেন সঞ্জয় দত্ত,বিজয় তলপতি এবং দীপিকা পাডুকোন।
২১ জুলাই ছবির প্রথম গান গান প্রকাশ্যে আসার কথা।৫ অগস্ট মুক্তি পাবে দ্বিতীয় গান।এবং বড়পর্দায় মুক্তির এক সপ্তাহ আগে ২৯অগস্ট প্রকাশ্যে আসবে জওয়ান-এর তৃতীয় গান।