যেভাবে দিনের পর দিন মানবজাতির জীবনযাপনের উন্নতিসাধন ঘটছে তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা বাড়বে পাঁচগুন । কয়লা ব্যবহারের ফলে গ্যাসের নির্গমন হবে চার গুন বেশী । দিনের পর দিন আরো কয়লা আমদানি করতে হবে যার ফলে খরচাসাপেক্ষ হয়ে ওঠার সম্ভাবনা থাকছে প্রথাগত বিদ্যুৎ উৎপাদনের । সেখানে জলবিদ্যুৎ অবশ্যই একটি বিকল্প। পাশাপাশি চাহিদা পরিপূর্ণ করা সম্ভব হবে বায়ু ও সৌরশক্তিকে বর্তমান ক্ষমতার সঙ্গে সংযুক্ত করা গেলে , অথচ এর ফলে কোনো চাপ সৃষ্টি হবে না পরিবেশের উপর । ইকনোমেট্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ উৎপাদন করে তা মানবচাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারলে আমাদের ভবিষ্যতের যাবতীয় বিদ্যুতের চাহিদা মিটে যাবে। বায়ু থেকে উৎপাদিত বিদ্যুৎ ইতিমধ্যেই পাল্লা দিতে পারে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের সঙ্গে। মানুষ বিগত কয়েকশো বছর ধরে কয়লাকেই ভরসা করেছে বিভিন্ন শক্তির উৎস হিসাবে । কিন্তু সবকিছুরই একদিন শেষ আছে সেরম কয়লার ব্যবহার করতে করতে সেটিও একদিন শেষ হয়ে যাবে এই পৃথিবী থেকে । তাই মানুষু কে এখন থেকেই শক্তির উৎস হিসাবে অন্য পথ অনুসরণ করতে হবে । নাহলে যে বড়ো বিপদ হবে মানবসমাজের জন্য । তাই কয়লা ও পেট্রোলিয়ামের বদলে বায়ু , সৌর , এবং জল কে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে মানুষ ব্যবহারের যোগ্য করে তুলতে পারে। সমীক্ষার ফলে দেখা গেছে তরল জ্বালানিতে চলা পাম্প এর অনুযায়ী সৌরশক্তির দারা চালিত পাম্পের খরচ অনেক কম । ডিজেলে ভর্তুকি দেওয়া সত্ত্বেও সৌরশক্তির উৎপাদনের খরচ ডিজেলের মাধ্যমে উৎপাদনের খরচের অর্ধেক। সৌরশক্তি চালিত পিভি পাম্পগুলি চালাতে কোনও খরচ নেই, রক্ষণাবেক্ষণের খরচ কম, এর কোনও তদারকিরও প্রয়োজন হয় না।
সৌর শক্তি আমাদের জ্বালানি হিসাবে প্রধান উপায় হয়ে উঠতে পারে যদি আমরা কয়েকটা বিষয় এর উপর নজর দিই –
সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ প্রতি কিলোওয়াটে ৫ টাকা বা তার নীচে নামিয়ে আনা। এ জন্য উদ্ভাবনী শক্তি, দক্ষতা ও নতুন যন্ত্রপাতির প্রয়োগ প্রয়োজন।
পর্যাপ্ত ও দক্ষ সঞ্চয় ব্যবস্থা গড়ে তোলা।
প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাগুলিকে বৈদ্যুতিক গ্রিডের আওতায় আনা।
জলসেচে গ্রিড সংযুক্ত বা ডিজেলচালিত পাম্পের বদলে সৌরশক্তির ব্যবহার।
এই বিষয় গুলির উপর ধ্যান দিলেই সৌরশক্তি হয়ে উঠতে পারে শক্তির এক অভাবনীয় উপায় আমাদের মানবসমাজের কাছে।
এর পাশাপাশি বায়োফুয়েলের কথা ভুলে গেলে চলবে না । এই বায়োফুয়েলও জ্বালানি রূপে ব্যবহার করার জন্য এক অভিনব জ্বালানি । বায়ু হক কিংবা জল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দুটিকেই বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আমরা ব্যবহার করতে পারি।এর ফলে আমাদের আর কয়লা বা পেট্রোলের উপর ভরসা করে থাকতে হবে না । আর এর ফলে পরিবেশেও অনেক চাপমুক্ত ও সতেজ থাকবে ।