আগামী এক বছরের মধ্যেই ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়বে রাশিয়া বলে দাবি করছেন রুশ শিল্পপতি ওলেগ ডেরিপাস্কা। ঘটনাটি ঘটে, গত বৃহস্পতিবার সাইবেরিয়ায় অর্থনৈতিক সংকট সংক্রান্ত একটি বৈঠকে। এদিনের বৈঠকে ডেরিপাস্কা জানান, আর এক বছরের মধ্যেই রাশিয়ার আর্থিক ভান্ডার শূন্য হয়ে যাবে তাই দেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
রাশিয়ার এই পরিস্থিতির জন্য ইউক্রেনের সাথে যুদ্ধ কেই দায়ী করেছেন ডেরিপাস্কা। রাশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধের পর রাশিয়ার আয় কমেছে ৩৫ শতাংশ আর খরচ বেড়েছে ৫৯ শতাংশ। তার উপর রাশিয়ার বিদেশি অর্থভাণ্ডার এর প্রায় ৩০ হাজার কোটি ডলার আটকে দেওয়া হয়েছে। তারপরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া।
তবে এই বিষয়ে একেবারেই সহমত পোষণ করছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমের একাধিক নিষেধাজ্ঞার সত্বেও রাশিয়ার অর্থনীতি এখনও সুরক্ষিত রয়েছে বলেই আশ্বাস দিয়েছেন তিনি।