Img 20230227 155906

পদ্মভূষণ সম্মান তুলে দিচ্ছেন তরণজিৎ সিং সান্ধু। Image : Twitter/ Taranjit Singh Sandhu

ভাইস ক্যাপ্টেনের বিরুদ্ধে ভারতীয় প্রাক্তন কোচ শাস্ত্রী

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগেই দুই প্রাক্তন প্লেয়ার দুটি বিষয়ে প্রশ্ন তুললেন ইন্দোর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
সম্ভবত শোনা যায় ভারতীয় ক্রিকেটার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানান ভাইস ক্যাপ্টেন সহ তিনি নিজে ঘরের মাঠে সিরিজে থাকতে না রাজ।
এবং তিনি এটাও বললেন শুভ্মান গিলকে বাকি দুই টেস্টে প্রথম একাদশ সারিতে দেখতে চান।
অন্যদিকে আবার অন্য এক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং জানান টি টোয়েন্টি ম্যাচের জন্য আলাদা কোচ নেয়া। তিনি এটা মনে করেন এমন কাউকে দায়িত্ব দেয়া দরকার যার চলমান যুগের ক্রিকেট এর স্পষ্ট ধারণা আছে।

ইতিমধ্যেই ভাইস ক্যাপ্টেন এর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুলকে। অনেকে রাহুলের বিশ্রামের দরকার এটাই ধারণা বলে মনে করেছে।
এবং এক সংবাদ সম্মেলনে ভারতীয় প্রাক্তন কোচ শাস্ত্রী জানান এই সব বিষয়ে যা করার টিম ম্যানেজমেন্ট করবে এবং যে কাউকে দায়িত্ব দেয়া যেতেই পারে কারণ পদ টা খালি আছে বলে জানান।
কিন্তু কখনোই ভাইস ক্যাপ্টেন করার পক্ষে না।
তিনি এটাও বললেন যদি বিদেশে খেলা হতো তিনি ভেবে দেখতেন।

প্রাক্তন কোচ শাস্ত্রী এটাও জানান দেশের মাটিতে খেলতে হলে এমন প্লেয়ার দের নেয়া উচিত যাদের পারফরমেন্স দুর্দান্ত বলে মনে করেন।।
অন্যদিকে ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার বলেন এই মুহূর্তে বর্তমান কোচ রাহুল দ্রাবিড় তার মানসিক অবস্থা বুঝতে হবে। তিনি আরো বলেন রাহুল যে অসাধারণ প্লেয়ার সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে ভারতীয় টিম এর রান ও প্রতিভা সম্পন্ন প্লেয়ার। সাম্প্রতিক কালে ভারতীয় টিমে প্রতিভার অভাব ছিলনা এখনও অভাব আছে বলে মনে করছেন না।

অন্যদিকে হরভজন সিং স্পষ্ট জানান তিনি রাহুল দ্রাবিড়কে টি টোয়েন্টি ম্যাচের কোচ হিসাবে দেখতে চাননা । এবং তার এই প্রস্তাবের দায়িত্ত্ব দেওয়া হয় বীরেন্দ্র শেবাগ ও আশিস নেহরার কে।।
এবং তিনি আরো বলেন বিশ্বের অনেক দলেই ভাইস ক্যাপ্টেন হিসাবে দুইজন রয়েছে । কোচ বা দুজন হতে পারেনা কেনো। তিনি আরো জানান এবারের কোচ আলাদাই হোক।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request