চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ড কমিটি বিসিসিআই রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়ে আইপিএল-এর পুরনো নিয়ম ফেরানো এবং মহিলা আইপিএল আয়োজনের কথা জানিয়েছিলেন । এবার সেই বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই আগামী বছরের মার্চ মাসে শুরু করতে চলেছে মহিলা আইপিএল।
বোর্ড এর তথ্য মতে , প্রথমবারের মহিলা আইপিএল-এ ৫ টি দল খেলবে এবং প্রত্যেকটি দল অন্তত ১২ জন করে ভারতীয় ক্রিকেটার এবং ৬ জন বিদেশী ক্রিকেটার রাখতে পারবে নিজেদের দলে। বিদেশী ক্রিকেটারদের মধ্যে ৫ জন কে খেলাতে পারবে দল। সেই সাথে আরো একটি বিষয় যুক্ত করা হয়েছে যে বিদেশী ক্রিকেটারদের মধ্যে একজনকে আইসিসির সাথে সংযুক্ত দেশগুলির মধ্যে হতে হবে।
সূত্র মতে, পুরুষ আইপিএল এর মতই মহিলা আইপিএল এর দলগুলিও নিলাম এর মাধ্যমেই হস্তান্তর করা হবে । এবং কারা সেই দল কিনবে তাও ঠিক হবে প্রকাশ্যে নিলামের মাধ্যমেই । নিলামের প্রতিটি দলের নূন্যতম মূল্য হবে ৪০০ কোটি টাকা এবং এই নিয়ে আশাতীত হয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । তাদের আশানুরূপ অনুযায়ী প্রত্যেকটি দলের মূল্য ১০০০ কোটির উপর পৌঁছে যাবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছরের শেষের মধ্যেই এই দলগুলি নিলাম হওয়ার কথা । তবে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে দলগুলির ক্ষেত্রে নিলাম পদ্ধতি ব্যবহার হলেও ক্রিকেটার কেনার ক্ষেত্রে নিলাম পদ্ধতি ব্যবহৃত হবে না তার পরিবর্তে ড্রাফ্ট পদ্ধতির মাধ্যমে দলগুলি তাদের পছন্দের ক্রিকেটারদের পাবে।