গত বছরেই ভারতের বেশ কয়েকটি শহরে চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন সম্পর্কে অনেকেই সাদুবাত জানিয়েছিলেন ভারতীয় রেল মন্ত্রক কে। এর পর কয়েক মাস কাটতে না কাটতেই আবারও নয়া পালক যোগ হতে চলেছে ভারতীয় রেল মন্ত্রকের মুকুটে। এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এই ট্রেনটির প্যান্টোগ্রাফ এর উচ্চতা হচ্ছে 7.2 মিটার। ইতি মধ্যে এই 7.2 মিটার উচ্চতা বিশিষ্ট প্যান্টোগ্রাফ ট্রেনটির ট্রায়াল রান করা হচ্ছে দিল্লি-জয়পুর রুটে।
রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট এ এই দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারতের ট্রায়াল রান এর ভিডিও শেয়ার করে জানিয়েছেন – “বিশ্বের প্রথম ৭.২ মিটার ‘হাই রাইজ’ ট্রেনের ট্রায়াল হল দিল্লি-জয়পুর রুটে বন্দে ভারত।” এছাড়া তিনি আরো বলেন সম্পূর্ণ রূপে এই ট্রেন চলার আগে দিল্লি-জয়পুর রুটের দুটি বিশেষ বদল আনা হচ্ছে। প্রথমত, কিছু বাঁকানো রেললাইন সরানো হবে এবং এর পাশাপশি ডবল ডিস্ট্যান্স সিগন্যালিং সিস্টেম বসানো হবে। এরপরই এই রুটে 130-160 কিমি গতিতে ট্রেন চালানো সম্ভব হবে। এছাড়া দ্বিতীয়টি হচ্ছে এই ট্রেনের জন্য একটি বিশেষ প্যান্টোগ্রাফ প্রস্তুত করা হয়েছে।
সাধারণ লোকোমোটিভ প্যান্টোগ্রাফ এর উচ্চতা হয় দুই মিটার। তবে ট্রেনের গতির উপর নির্ভর করে প্যান্টোগ্রাফ এর উচ্চতা কম বেশি হতে পারে। তবে এই দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত এর প্যান্টোগ্রাফ এর উচ্চতা হতে চলেছে 7.2 মিটার। যা বিশ্বের প্রথম “হাই রাইস” ট্রেন হতে চলেছে।