গত ৩ বছরে করোনার তিন ঢেউ পার হওয়ার পর এবং ২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পায় এবং নাড়িয়ে দেয় অর্থনীতিকে। কিন্তু বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান অর্থনীতিবিদ হান্স টিমার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনৈতিক মন্দার হার অনেকটাই কম এবং বৃদ্ধির হার অনেকটাই বেশি।
সম্প্রতি ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের অর্থনীতিতে পঞ্চম স্থান দখল করেছে ভারত এবং এশিয়ার মধ্যে চতুর্থতম। আগের এক সমীক্ষায় বলা হয়েছে যে ভারতীয় অর্থনীতিতে ২০২০ – ২১ সালে ৭.৩% থেকে ২০২১ – ২২ সালে ৯.২ শতাংশ বৃদ্ধি পাবে। কিন্তু গত বছর অতিমারীর মধ্যেও ভারতের অর্থনীতি ৮.৭% বৃদ্ধি পেয়েছিল।
বিশ্ব ব্যাংক ২০২২ – ২০২৩ অর্থ বর্ষের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা দেখছেন। আগে অর্থনীতি ৬.৫% বাড়বে বলে জানিয়েছিলেন কিন্তু এখন ৬.৯% বাড়বে বলে জানাচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে জানা যায় যে কঠোর মুদ্রানীতি এবং পণ্যের ছড়া দামের কারণে দেশের অর্থনীতি প্রভাবিত হচ্ছে। রিপোর্টে চলতি বছর গড় খুচরা মুদ্রাস্ফীতি ৭.১ শতাংশ হবে বলে জানিয়েছেন।