g20-kumarakom_710x400xt

asianetnewsable.com

ভারতের সভাপতিত্বে জি-২০ শেরপাদের দ্বিতীয় বৈঠক শুরু হলো কেরলে

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

গত ৩০ শে মার্চ ভারতের সভাপতিত্বে কেরলের কুমারাকোমে শুরু হলো জি-২০ শেরপাদের চার দিনের , দ্বিতীয় বৈঠক । উন্নয়নের ফল এবং সবুজ উন্নয়নে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দুটি ইভেন্ট আয়োজন করা হয় বৈঠকের প্রথম দিনে।

বৈঠকে উপস্থিত ছিলেন অমিতাভ কান্ত এবং ন্যাসকমের সভাপতি দেবজানি ঘোষ সহ অনেকে । বহু বিশিষ্টজনের উপস্থিতিতে উদ্বোধন হয় ডিপিআই এক্সপেরিয়েন্স জোন – এর । এই এক্সপেরিয়েন্স জোনে ভারতের সাফল্যের কাহিনী এবং আর্থিক অন্তর্ভুক্তি , ডিজিটাল পরিচয় এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে ডিপিআই ব্যবহার যে অগ্রগতি এনেছে তা তুলে ধরা হয়। উদ্বোধনী বক্তৃতা দেন অমিতাভ কান্ত । তিনি তাঁর উদ্বোধনী ভাষণে সরকারী পরিষেবাগুলি সকলে যাতে ব্যবহার করতে পারেন সেই জন্য ডিপিআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বন্ধে বিস্তৃত বলেন এবং তুলে ধরেন ডিজিটাল ডোমেনে ভারতের অগ্রগতির কথা । আরো বিশিষ্ট জনেরা এই অধিবেশনে বক্তৃতা রাখেন এবং জি-২০ সম্মেলনের জয়েন্ট সেক্রেটারি নাগরাজ নাইডু শেষ বক্তা হিসেবে বক্তৃতায় বলেন , টেকসই উন্নয়নের গতি বাড়াতে ভবিষ্যতে ডিপিআই কতটা কার্যকরী । এমনকি দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরত্বপূর্ণ কাজ যেমন আর্থিক লেনদেন, অর্থ স্থানান্তর, খাদ্য বিতরণ থেকে শুরু করে ই-কমার্স, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবায় ডিপিআই এর ব্যবহার কতটা সুযোগ – সুবিধা দিতে পারে সাধারণ মানুষকে সে সম্বন্ধেও বলেন তিনি । ‘টেকসই ও সবুজ উন্নয়নের জন্য একটি নতুন দৃষ্টান্ত’ – নামে একটি প্যানেল ডিসকাশন হয় শমিকা রবির নেতৃত্বে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন বিষয়ক পরিষদের বিশেষ উপদেষ্টা বোগোলো কেনেভেন্ডোও এদিনের অধিবেশনে ভাষণ দেন । পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হওয়ার কথা শুক্রবার থেকে । সূত্র মারফত জানা যাচ্ছে বিদেশ ও সংসদ বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি. মুরালীধরন উদ্বোধনী অধিবেশনে বিশেষ বক্তব্য রাখবেন ।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request