স্বপ্ন অধরাই থেকে গেলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের। মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের সূচনা টা সুখকর হয়েছিল ঠিকই কিন্তু শেষ টা একেবারেই আশানুরূপ হলো না। কারণ গত রবিবার অর্থাৎ ২৭ শে মার্চ দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।
এদিনের ম্যাচে, ভারত টসে জিতে প্রথম ব্যাট করতে নামে। সেখানে প্রথমেই ওপেনিং জুটির ৯১ রানের দুর্দান্ত পারফম্যান্স নজর কাড়ে সবার। ওপেনিং জুটি হিসাবে, স্মৃতি মন্ধনা করেন ৭১ রান এবং শেফালি বর্মা করেন ৫৩ রান। এরপর তিন নম্বরে নেবে ঈশা ভারতীয় মাত্র তিন রানে আউট হলেও ম্যাচ কে সম্পূর্ণ এগিয়ে নিয়ে যান মিতালী রাজ। এদিন মিতালী ৬৮ রান করেন এবং ৮ টা চার মারেন। জানা যায়, এই ইনিংসে মিতালীর স্ট্রাইক রেট ছিল ৮০.৯৫। এছাড়াও ৫৭ বলে ৬৮ রান করে এদিনের ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন হর্মন প্রিত কৌর। তবে এরপর ম্যাচে তেমন আকর্ষণীয় প্রদর্শন আর দেখা যায় নি। ৫০ ওভারের ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান এ খেলা শেষ করে ভারতীয় দল।
এরপর ব্যাট করতে নামে দক্ষিন আফ্রিকা। তবে ওপেনিং জুটি খেলায় বিশেষ অবদান রাখতে পারেনি। মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে এরপর ম্যাচটিকে দুর্দান্ত পর্যায়ে নিয়ে যায় লউরা উলভারডাট ও লারা গোডাল জুটি। লউরা করেন ৮০ রান এবং লারা করেন ৪৯ রান। এরপর ৫২ রান করে অপরাজিত থাকেন মিগনন ডু প্রেজ। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে ২৭৫ রান করে ম্যাচটি জিতে যায় দক্ষিণ আফ্রিকা।