বর্তমান সময়ে ভারতে বেশিরভাগ মানুষ আর মুখে মাস্ক ব্যবহার করেন না। বিগত কয়েক বছরে ভারত তথা সমগ্র বিশ্বে করোনা যে ভাবে থাবা বসিয়ে ছিল ও যার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন সেই মহামারীর ঘটনা এখন মানুষের কাছে অতিত। তবে মানুষের এখন সচেতন হওয়া খুব প্রয়োজন কারণ ওমিক্রনের একটি সাব ভেরিয়েন্ট বি.এফ.৭ -এর প্রথম খোঁজ পাওয়া গেলো ভারতে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, বি.এফ.৭ – এর কারণে বর্তমানে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ বাড়ছে চিনে এবং পুনরায় মানুষ মারা যাচ্ছেন।
গুজরাতের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে করোনার নতুন প্রজাতি হিসেবে বি.এফ.৭ – এর খোঁজ পাওয়া যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় ভারতে বি.এফ.৭ -এ আক্রান্ত হয়েছে ২০৫৬ জন। যার মধ্যে ১৮৪১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং ৬ জন মানুষের প্রাণ গেছে। করোনার অন্য প্রজাতির মতই এর উপসর্গ হল গলা ব্যাথা , নাক দিয়ে জল পড়া, মাথা ধরা, কাশি ইত্যাদি। তবে বহু বিশেষজ্ঞদের মতে এই নতুন প্রজাতিতে পুরোনো প্রতিষেধক কাজ নাও করতে পারে।
তবে বিভিন্ন রাজ্য তথা কেন্দ্রীয় সরকারকে করোনা কে পুনরায় আটকানোর জন্য কি পরিকল্পনা হওয়া প্রয়োজন তার ব্যবস্থা নিতে হবে। অন্য দিকে কালীপুজো , দীপাবলি , ভাই ফোটার মত উৎসব পালিত হবে সমগ্র দেশ জুড়ে। তাই অধিকাংশ মানুষ যদি আবার মাস্ক না পড়েন বা দূরত্ব বজায় না রাখেন তাহলে আমাদের দেশে আবার করোনা মহামারীর আশঙ্কা দেখা দিচ্ছে । তাই বিশেষজ্ঞদের মতে আগামী দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। চিনে প্রথম বি.এফ.৭ এর খোঁজ মেলে তার পর ধীরে ধীরে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও ভারতের দেখা যায়।