আগামী বছর থেকে ভারতে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল (Women’s IPL 2023)। তবে পুরুষদের আইপিএল এর মতো এই আইপিএলে হবে না নিলাম এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। তাহলে কি পদ্ধতি নিতে চলেছে বিসিসিআই?
মহিলাদের আইপিএলে দল কেনার ক্ষেত্রে নিলাম হলেও প্লেয়ার কেনার ক্ষেত্রে হবে না নিলাম , তার পরিবর্তে ব্যবহার হবে ড্রাফ্ট পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারদের নাম একটি তালিকায় নিখে জমা দেবে এবং তার পর আইপিএল কমিটি ঠিক করবে কোন প্লেয়ার কোন দলের হয় খেলবে।
মহিলাদের আইপিএলে অন্তত ৬০ জন ভারতীয় মহিলা ক্রিকেটারকে প্রথম বারের আইপিএলে নেওয়া হবে এমনটাই জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। প্রতিটি দলে থাকবে ১২ জন করে ভারতীয় ক্রিকেটার এবং প্রতিটি দলে ছ’জন করে বিদেশি ক্রিকেটারও থাকবে। যার মধ্যে ৫ জন বিদেশি খেলোয়াড়কে খেলানো যাবে। মহিলাদের আইপিএল এর প্রথম সিজেনে খেলবে ৫ টি দল ও এই টুর্নামেন্টে ২০ ম্যাচ খেলা হবে বলে জানা গিয়েছে। নিলামের মাধ্যমে দল কেনা যাবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরুষদের আইপিএলে যে দল গুলি খেলে তারমধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মহিলাদের আইপিএলে দল কেনার আগ্রহ দেখিয়েছে , তবে নিলামে তাদের কোনো বাড়তি সুবিধা দেওয়ার হবে না। যারা দল কিনতে ইচ্ছুক তারা সেই নিলামে অংশ নেবে।