রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অচলাবস্থা সর্বদা বিরাজমান । আর এর মূল কেন্দ্রে থাকা তেল সঙ্কট নিয়ে রাজনৈতিক থেকে কূটনৈতিক মহল চতুদিকে উত্তেজনার আবহাওয়া শুরু থেকেই চলছে। কিন্তু চারিদিকে এত উত্তেজনার মাঝেও ভারতের অবস্থান অটল এবার তাই ভারতের সাথে জার্মানির বৈঠকে উঠে এলো রাশিয়ার থেকে অশোধিত তেল আমদানির প্রসঙ্গ।
ইতিমধ্যেই ইউরোপের বড় বড় দেশগুলি রাশিয়ার থেকে অশোধিত তেল আমদানি বয়কট করে আর্থিকভাবে রাশিয়াকে দুর্বল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতকে এই পদক্ষেপে যোগদান করাবার জন্য আন্তর্জাতিক মহল থেকে নানান পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু ভারত তার নিরপেক্ষ অবস্থানে অটুট। এবার মঙ্গলবার হায়দরাবাদ হাউসে এই বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন দুই দেশের বিদেশমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জার্মানির বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক রাজনৈতিক আলোচনার পাশাপাশি ভারতীয় ছাত্রছাত্রী এবং পেশাদারদের জার্মানি যাওয়ার পথ সুগম করতে একটি চুক্তিতে সইও করেছে। ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন “রাশিয়ার তেল নিয়ে ভারতের বাধ্যবাধকতার দিকটি জার্মানি বুঝেছে। কিন্তু আমি আশা করব ইউরোপের প্রচারমাধ্যমও তা বুঝবে।” প্রসঙ্গত উল্লেখ্য জার্মানির বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবক নিজেই একবার উল্লেখ করেছিলেন রাশিয়া থেকে ভারতের গোটা মাসের তেল আমদানি ইউরোপের এক বিকেলের তেল আমদানির সমতুল্য।