গতকাল লখনউ এর একেনা ক্রিকেট স্টেডয়ামে ভারত ও শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬২ রানে ম্যাচটি জিতে যায় ভারত । টসে জিতে শ্রীলঙ্কা বোলিং করার সিদ্ধান্ত নেয় । ভারতের হয় এই ম্যাচে ওপেন করতে আসেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ও ইশান কিষাণ । দুজনের মধ্যে গড়ে ওঠে এক অসাধারন ব্যাটিং পার্টনারশিপ । রোহিত শর্মা ও ইশান কিষণের মধ্যে ১১১ রানের পার্টনারশিপ হয় এই ম্যাচে। ৪৪ রানে লাহিরু কুমারার বলে আউট হন রোহিত । পরবর্তী ব্যাটসম্যান হিশবে বাট করতে নামেন শ্রেয়াস আইয়ার তিনি ২৮ বলে ৫৭ রানের একটি চমৎকার ইনিংস খেলেন । তবে এই ম্যাচে সবথেকে চমৎকার ইনিংস খেলে ইশান কিষান তিনি ৫৬ বলে ৮৯ রান করেন ও তৃতীয় ওভারে ৩টি বলে ৩ টি চার মারেন । অবশেষে শ্রীলঙ্কাকে জেতার জন্য ২০০ রান টার্গেট দেয় ভারতীয় ক্রিকেট টিম । শ্রীলঙ্কার হয় ব্যাটিং করতে নামেন পথুম নিসাঙ্কা ও কামিল মিশারা।তবে ভারতে বোলিং এর সামনে কিছুটা অসহায় দেখায় শ্রীলঙ্কার ব্যাটিং । ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা । ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মার হতে ক্যাচ দিয়ে আউট হয়ে মিশারা। ধীরে ধীরে ভাঙতে থাকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দের মনোবল । অবশেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পরাজিত হয় শ্রীলঙ্কান ক্রিকেট টীম।