ভুয়ো আইএএস অফিসারের পরিচয় দিয়ে মেয়ে দের বিবাহের জালে ফাসানো ছিল তার কাজ, ছিল তার একাধিক প্রেমের সম্পর্ক। কোন ধনী পরিবারের মেয়েকে নিজের জালে ফাসিয়ে টাকা হাতাত ওই যুবক। কিন্তু সত্য যে ধরা পড়বেই অবশেষে ওই যুবক পুরুলিয়া জেলা পুলিশের হাতে ধরা পড়ল।
পুলিশের দাবি পুরুলিয়ার মফস্বল থানার গোপালপুর গ্রামে ওই যুবকের বাড়ি, জানা যায় ওই যুবকের নাম রিকো মাহাতো। তার এইআইএএস সেজে প্রতারনা শুরু হয় ২০১৯ সাল থেকে। একই বছরে ওই যুবক পুরুলিয়া মফস্বল থানার পুড়দা গ্রামের একটি যুবতীর সাথে প্রেমের সম্পর্ক শুরু করে। এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবন্ধ হয়। বিয়ের পরই বেরিয়ে আসে আসল সত্য। ওই যুবতী জানতে পারে সেই যুবক কোনো আইএএস অফিসার নয়।
সম্পর্ক বিচ্ছেদের কথা জানালে রিকো মাহাতো ওই যুবতীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। ভুয়ো আইএএস অফিসারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার মা পুরুলিয়া মফস্বল থানায় অভিযোগ দায়ের করেন। ফলে সেই সময় পালাতক ওই যুবক। অবশেষে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। সোমবার সকালে তাকে আদালতে তোলা হয় এবং তার ১৪ দিনের জেল হেফাজত হয়।