সম্প্রতি একটি টুইট হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় – “ভোটে অনিহা, কাটা যাবে একেবারে ৩৫০”! আর খবরটি ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল বেঁধে গিয়েছে আঠেরো থেকে আশি, সকলের মাঝেই।
২০১৯ সালের নির্বাচনে যারা ভোট দিতে বুথে পৌঁছাননি, তাদের এক প্রকার শিক্ষা দিতেই নাকি এমন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪শে আবার বড়ো ভোট। পুরনো খবরের কাগজের একটি পুরনো খবর আচমকাই টুইটার, ফেসবুক সহ নানান মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে, কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম অবশ্য সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে। তাদের দাবি, প্রথমত এই খবর পুরোনো আর দ্বিতীয়ত, ভিত্তিহীন। কেন্দ্র কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কেউই, এ হেন নির্দেশ জারি করেনি। উপরন্তু, ভুয়ো খবর থেকে নিজেদের সতর্ক রাখারও আহ্বান জানিয়েছে তারা।
যদিও খবরটি ভুয়ো, বিষয়টি নিয়ে কিন্তু মন্তব্য করতে ছাড়েননি একাধিক দার্শনিক ব্যক্তিত্বরা। তাঁদের কেউ কেউ আবার কটাক্ষ করেই প্রশ্ন করেন,’আমরা কোন উন্নতিতে বাস করছি যেখানে তুলনামূলক সামান্য কিছু ভোট নিয়েই সরকার গঠন করা হয়? মানুষ কি সত্যিই নিজেদের বিভিন্ন অধিকার নিয়ে সচেতন? যদি হতো, তাহলে এ হেন মশকরা করার সাহস কেউ পেত না।’