পাকিস্তানকে 228 রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই সহজ করে ফেললো।ভারত মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলে সোজা পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে।শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি কিরে ম্যাচ জিতলেও নেট রান রেট এর নিরিখে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে।বাংলাদেশ আবার কোনো পয়েন্ট ই অর্জন করেনি।এশিয়া কাপের সুপার ফোর এর আর ম্যাচ বাকি তিনটি।পাকিস্তান ও বাংলাদেশ 2 টি করে ভারত এবং শ্রীলঙ্কা 1 টি করে ম্যাচ খেলে ফেলেছে।পাকিস্তানকে 228 রানে হারিয়ে ভারতের নেট রান রেট 4.560 যার ধারে কাছে নেই অন্যান্য দল গুলি।মঙ্গলবার বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলো সেক্ষেত্রে ভারত এবং শ্রীলঙ্কা উভয়ের পয়েন্ট দাঁড়াবে 3 কিন্তু নেট রান রেটের বিচারে ভারত অনেকটাই এগিয়ে থাকবে।এমন পরিস্থিতিতে বৃহস্পরিবার পাকিস্তানকে জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেবলমাত্র তবেই তারা শ্রীলঙ্কার পয়েন্টকে টপকে যেতে পারবে।মঙ্গলবারের পর ভারতের ম্যাচ শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে।বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জিতে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে জেতা ভারতের কাছে সহজ ই হবে।মঙ্গলবার ভারত যদি জিতে যায় তাহলে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ হয়ে যাবে মরণবাচন ম্যাচ।বাংলাদেশের একটি ম্যাচ বাকি থাকায় 4 পয়েন্ট কখনোই সম্ভব নয়।কিন্তু ভারত যদি মঙ্গলবার হেরে যায় তাহলে ফাইনাল এ ওঠা অনেকটাই সহজ হবে শ্রীলঙ্কার।