প্রাচীন যুগের পরিবহন ব্যবস্থার সঙ্গে বর্তমান যুগের পরিবহন ব্যবস্থার আছে আকাশ পাতাল পার্থক্য।
সময় যতই বাড়ছে মানুষের নিত্যদিনের চাহিদা, আকাঙ্ক্ষা সবই বেড়েই চলেছে প্রত্যেক মুহূর্তে।
আরো উন্নত, আরো উন্নত এই কথাটি যেন সবার মাথায় গেঁথে আছে। এই উন্নতির চক্করে মানুষ মাঝেসাজে নিজের ভেতরটাকে ভুলে যায় চিনতে পারেনা নিজেকে অচেনা হয়ে যায় নিজের কাছে।
এমনি এক উন্নত পাগল উদয় বাবু। সারাদিন নিজের কাজ- কর্মে ব্যস্ত উদয় বাবু বাইরের জগতের দৃশ্য দেখার তেমন ভাবে সুযোগ পায়নি বললে হয়ত একটু ভুল হবে, কারণ তাঁর মধ্যে এই সুযোগ ভোগ করার আলাদা ভাবে তেমন কোনো ইচ্ছা ছিল না।
বড়োলোকের ছেলে আগাগোড়া থেকেই দামি গাড়ি, বাড়ি, পোশাক এ অভ্যস্ত। আর এখনো সেই অভ্যাসের কোনো ব্যতিক্রম ঘটেনি। সে সর্বদা নতুন নতুন জিনিস আবিষ্কারের পেছনে দৌড়ায়।
একদিন হঠাৎ কি একটা ভাবতে ভাবতে গাড়ি না নিয়েই রাস্তায় চলে আসে, আবার বাড়ি গেলে অনেক টা দেরি হয়ে যাবে বলে এক প্রকার বাধ্য হয়েই একটি রিক্সায় উঠে বসলেন।
প্রথমে একটু বিরক্ত লাগলেও কিছুক্ষণ পরে এক আলাদা অনুভূতির সৃষ্টি হল।এক সুন্দর পরিবেশের সাথে আলাপ হল তাঁর। প্রত্যেক দিনের একই রকম ক্লান্ত পরিবহনে যেন বিরক্তি কর হয়ে গিয়েছিল।
রিক্সা টিকে তাঁর একটা ম্যেজিক পরিবহন বলে মনে হয়ে ছিল। কারণ মূহুর্তের মধ্যেই তার মনোভাব টাকে পরিবর্তন করে দিয়ে ছিল এবং যেই রাস্তায় বড়ো বড়ো দামি গাড়ি যেতে পারেনা সেই রাস্তায় খুব সহজেই রিক্সা গুলি বহু মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়।