ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দন অশ্বিন হলেও পারফরম্যান্স-এর দিক দিয়ে সকল প্লেয়ারদের পিছনে ফেলে দিয়েছে অশ্বিন। চতুর্থ টেস্টে ভারত জিতলেই অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ নিজের নামে করতে পারবে। ভারত প্রথম ও দ্বিতীয় টেস্ট নিজের নামে করলেও তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল জয়লাভ করে। সুতরাং ভারতের চতুর্থ টেস্টে জয়লাভ করা আবশ্যিক হয়ে পড়ে। চতুর্থ টেস্টের প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৮০ করে দশ উইকেট হারিয়ে। প্রধানত ব্যাটিং এর জন্য সুবিধাজনক পিচে বল করতে নেমে হিমসিম খায় ভারতীয় বোলাররা। তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান দের দেখে মনে হচ্ছিল প্রথম ইনিংসেই ৬০০ রান পার করবে। কিন্তু একদম মরা পিচে অশ্বিন বল করতে নেমে অমূল্য ৬ টি উইকেট নিয়ে ভারতকে একটা সিরিজ বাঁচানোর রাস্তা করে দেয় ।
ভারত এবং অস্ট্রেলিয়া দু’দল মিলিয়েও যুগ্ম শীর্ষে চলে এলেন অশ্বিন। ইনদওরে কুম্বলেকে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুক্রবার পর্যন্ত তাঁরও মোট উইকেট সংখ্যা ১১৩। ফলে দু’দলের দুই স্পিনারের মধ্যে জমে উঠেছে প্রতিযোগিতা। চলতি সিরিজ়ের শেষে কে শীর্ষে থাকবেন, তা ঠিক হয়ে যাবে আমদাবাদ টেস্টের পর।
তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সমাজমাধ্যমে সৌরভ লিখেছেন, ‘‘ভাল পিচে অশ্বিন দারুণ বল করেছে। ওর বোলিং দেখে খুব ভাল লাগল। মান সব সময় বোঝা যায়। আশা করছি দারুণ একটা টেস্ট ম্যাচ দেখব আমরা। এই সিরিজ়ে কয়েকটা কঠিন উইকেটে ব্যাট করার পর ভারতীয় ব্যাটারদের সামনেও ভাল সুযোগ রয়েছে।’’ উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে এই নিয়ে ৩২ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন।