নৌবাহিনীতে আরো মহিলা নিয়োগ, বলা যাচ্ছে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে মহিলারা সক্ষম হবে। ২০১৯-২০ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে মহিলাদের নিয়োগ শুরু হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে বহু মহিলা নৌসেনায় যোগ দেবে। অগ্নিবীর প্রকল্পে নিয়োগের প্রথম ব্যাচেই নৌসেনায় ৩০০০ জনকে নিয়োগ করা হয়েছে। যার মধ্যে ৩৪১ জন ছিলো মহিলা। আগামী বছর থেকেই নৌ সেনায় মহিলাদের জন্য সমস্ত পদই খুলে দেওয়া হবে। সমস্ত দিক বিবেচনা করে জাহাজ, যুদ্ধ জাহাজের নাবিক পদে মহিলা নিয়োগ করা হবে। শারীরিক সক্ষমতা সহ বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়েই তাদের নিয়োগ করা হবে।
নৌ প্রধান হরি কুমার বলেন আমাদের কাজ হল ভারতের সামুদ্রিক স্বার্থরক্ষা করা এবং ভারতীয় স্বার্থের বিরুদ্ধে যাতে তখন কিছু না হয় সেটা দেখা। এই মুহূর্তে তিনি নৌবাহিনীতে ৪৬ হাজার জনকে নিয়োগের প্রকল্প করা হয়েছে। চার বছর পূর্ণ হওয়ার পর ২৫ শতাংশকে ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। বাকিদের আধা সামরিক বাহিনী সহ সামরিক সেক্টর চাকরি পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। এছাড়াও বীমার সুরক্ষা দেওয়া হবে ৪৮ লক্ষ টাকার। কোন মহিলা অগ্নিবির শহীদ বা পঙ্গু হলে ৪৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।